Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

কার্যক্রম

সেবা সমূহ/ পরামর্শ সমূহ

০১

পল্লী সমাজ সেবা কার্যক্রম (আর এস এস)

   (ক) দরিদ্র জন গোষ্টির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সুদ মুক্ত ঋণ প্রদান।

  (খ) সচেতনতা বৃদ্ধি, উদ্ধৃদ্ধ করন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান।

  (গ) নারী ও শিশু পাচার রোধকল্পে জন সচেতনতা সৃষ্টি ও উদ্ধৃদ্ধ করন।

  (ঘ) যৌতুক প্রদানে নিরুৎসাহিত করন, যৌতুকপ্রথা বন্ধে উদ্ধৃদ্ধ করন।

০২

এসি দ্ধগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধীদের পূর্নবাসনকার্যক্রম

(ক) এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পূর্ণবাসনের লক্ষ্যে সুদ মুক্ত ঋণ প্রদান।

(খ) আর্থ-সমাজিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন গ্রহনের সহযোগীতা ও পরামর্শ প্রদান।

০৩

সমাজিক নিরাপত্তা কর্মসূচী

(ক) বয়স্ক ভাতা কার্যক্রম।

(খ) বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা প্রদান কার্যক্রম।

(গ) অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম।

(ঘ) দুঃস্থ প্রতিবন্ধী ভাতা কার্যক্রম।

(ঙ) প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম।

০৪

প্রাতিষ্ঠানিক কার্যক্রম সমূহ

(ক) এতিম, দুঃস্থ শিশু কিশোরদের প্রতিপালনে সহযোগীতা ও পরামর্শ প্রদান।

(খ) অন্ধ শিশু কিশোরদের পতিপালনে সহযোগীতা ও পরামর্শ পদান।

(গ) বেসরকারি এতিম খানা/অনাথ আশ্রমে এতিম প্রতিপালনে ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্তির লক্ষ্যে সহযোগিতা ও পরামর্শ প্রদান।

(ঘ) প্রবেশন ও আফটার কেয়ার কার্যক্রমে সহযোগিতা ও পরামর্শ প্রদান।

(ঙ) পরিবেশ রক্ষায় সামাজিক বনায়নে উদ্ধৃদ্ধ করন।

(চ) শারীরিক প্রতিবন্ধী শিশু কিশোরদের উন্নয়ন ও পূর্ণবাসনে সহযোগীতা ও পরামর্শ প্রদান।

(ছ) গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা প্রাপ্তির লক্ষে আর্থিক সহযোগীতা ও পরামর্শ প্রদান।