সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় ডিজিটাল পেমেন্ট (জিটুপি) বাস্তবায়নের লক্ষে এমআইএস এ ডাটা এন্ট্রি ও এনআইডি ভেলিডেশন ইউনয়ন পর্যায়ে বাস্তবায়ন করার জন্য সকল ভাতাভোগীকে ভাতা বহি, জাতীয় পরিচয় পত্র (মূল) কপি।, ফটোকপি- 1 কপি। মোবাইল নম্বর।( ভাতাভোগীর নিজের/পরিবার সদস্য/নিকট আত্নীয়/ অন্য ব্যক্তির) সাথে আনতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস